কুষ্টিয়ায় গৃহবধু ধর্ষণ মামলায় বিপ্লব দাস নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। 397 0
ছবি -কুষ্টিয়ায় গৃহবধু ধর্ষণ মামলায় দন্ডপ্রাপ্ত আসামী , বিপ্লব দাস
কুষ্টিয়ায় গৃহবধু ধর্ষণ মামলায় বিপ্লব দাস নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিউর রহমান আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত বিপ্লব দাস কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কারিগর পাড়া এলাকার মনোরঞ্জন দাসের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ২১ মে রাত ১১টার দিকে ভেড়ামারা উপজেলার কারিগর পাড়ার মনোরঞ্জন দাসের ছেলে বিপ্লব দাস প্রতিবেশী কুমারের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রীকে ধর্ষণ করে। লোক লজ্জার ভয়ে প্রথমে সে কাউকে কিছু বলেনি। পরবর্তিতে ৭ জুন পুনরায় তাকে ধর্ষণ করার চেষ্টা করলে এলাকাবাসী টের পেয়ে বিপ্লবকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার পরের দিন স্বামী কুমার বাদী হয়ে ভেড়ামারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করে।
নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের পিপি এ্যাড. আব্দুল হালিম জানান, মামলার দীর্ঘ স্বাক্ষী শুনানী শেষে আদালত আসামি বিপ্লব দাসকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা দণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড